জনাব মোঃ জাকির হোসেন
নিবন্ধক (অতিরিক্ত সচিব)
বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস (অডিট এবং অ্যাকাউন্টস) 1984 ব্যাচে সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি অর্থ ও ব্যাংকিং এর বিশেষজ্ঞতা নিয়ে এমবিএ করেছেন। তিনি ইনফরমেশন টেকনোলজির উপর ডিপ্লোমা এবং নেদারল্যান্ডস এর Maastricht school management হতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।
তিনি ওল্ভারহামটন বিশ্ববিদ্যালয়ে সুপার ম্যাট প্রোগ্রাম করা সহ হার্ভার্ড ইউনিভার্সিটির স্বাস্থ্যসেবা উন্নতকরণ, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রোড সেক্টর ডেভেলপমেন্ট সহ দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
আরজেএসতিতে নিবন্ধক হিসেবে যোগদানের আগে তিনি ইআরডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, যুব ও ক্রীড়া, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ন পদে সেবা প্রদান করেন।