শেখ শোয়েবুল আলম
এনডিসি, নিবন্ধক(অতিরিক্ত সচিব)
ফোনঃ+৮৮০২৮১৮৯৪০১; ইমেইলঃ registrar@roc.gov.bd
চাকুরীত যোগদান - ১৯৯৩ সন, বিসিএস (প্রশাসন)
চাকুরীর সংক্ষিপ্ত বিবরণ -
১। সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় যোগদান।
২। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগেরহাট জেলার মংলা উপজেলায় দায়িত্ব পালন ও পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় দায়িত্ব পালন।
৩। ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হিসেবে জয়পুরহাট জেলায় দায়িত্ব পালন।
৪। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কালকিনি, মাদারীপুরে দায়িত্ব পালন।
৫। পরবর্তীতে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন।
৬। ২০০৮ সালে বাংলাদেশ সচিবালয়ের পরিবেশ ও বন মন্ত্রনালয়ে পদায়ন।
৭। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন।
৮। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জেনারেল ম্যানেজার (পরিবহণ) হিসেবে দায়িত্ব পালন।
৯। জনপ্রশাসন মন্ত্রনালয়ে যুগ্ম সচিব হিসেবে যোগদান।
১০। অতিরিক্ত সচিব হিসেবে স্বাস্থ্য মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে দায়িত্ব পালন।
১১। বর্তমানে বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন - যৌথ মূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধক হিসেবে দায়িত্বরত।
শিক্ষাগত যোগ্যতা -
১। বি.এস.সি (অনার্স), প্রানিবিদ্যা
২। এম.এস.সি (ফিশারিজ)
৩। এম.বি.এ
৪। এম.জি.এস
৫। ২০১৯ সালে এন.ডি.সি কোর্স সম্পন্ন
আমি বিবাহিত ও ২ কন্যা সন্তানের জনক
স্ত্রী - লুৎফুন নাহার লিনা
কন্যা - ১। সিলমা আনজুম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট (অনার্স) ৩য় বর্ষে অধ্যনয়নরত।
২। সামিহা আনজুম রাইমা, বারডেম মেডিকেল কলেজে অধ্যয়নরত।
চাকুরী জীবনে বিভিন্ন দেশে তথা - সিংগাপুর, থাইল্যান্ড, মালয়শিয়া, কেনিয়া, চীন, জাপান, আমেরিকা, UK, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি, কুয়েত, ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও ভ্রমণ করা হয়েছে।