Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২১

ই-গভর্ন্যান্স বাস্তবায়ন অগ্রগতি

  • ২০০৯ সাল থেকে এ পরিদপ্তরের সকল সেবা প্রদান অনলাইনের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৮০৯টি পাবলিক কোম্পানি, ১০৬৯৪২টি প্রাইভেট কোম্পানি, ৪২২টি ফরেন/লিয়াঁজো কোম্পানি, ১৪৭৮৬টি পার্টনারশীপ ফার্ম, ৪২০টি ট্রেড অর্গানাইজেশন এবং ৬৪৯২টি সোসাইটি নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
  • কাউন্টারে উপস্থিত হয়ে ফি প্রদানের অসুবিধা দূরীভূত করে অনলাইন ব্যাংকিং ও ডেবিট/ক্রেডিট কার্ডের এর মাধ্যমে ফি প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া নগদ ও বিকাশ (মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস) এর মাধ্যমে ফি প্রদানের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • Starting a Business সহজ করার জন্য বিডা, বেজা, হাইটেক পার্ক এর ওএসএস ‘র সাথে এ পরিদপ্তরের অনলাইন সিস্টেমকে সংযুক্ত করা হয়েছে, বেপজা এর ওএসএস ‘র সাথে সংযুক্ত হওয়ার কাজ চলমান রয়েছে।
  • তথ্য বিনিময়ের জন্য এনবিআর‘র ই-টিন সিস্টেমের সাথে  এ পরিদপ্তরের অনলাইন সিস্টেমকে সংযুক্ত করা হয়েছে, এছাড়া বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি একচেঞ্জ কমিশন ও এনআইডি যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের এনআইডি সিস্টেমের সাথে সংযুক্তির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
  • নিবন্ধনোত্তর কার্যক্রমে হার্ডকপি জমা দেওয়া, শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে অফিসে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা দূর করা সহ  সকল কার্যক্রমে integrity, authenticity ও securityর জন্য ডিজিটাল স্বাক্ষর প্রচলনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর ফলে হার্ড কপি দাখিলের প্রয়োজন হবে না, অফিসে স্ব-শরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না।
  • স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিজিটাল স্বাক্ষরিত সার্টিফাইড কপি প্রদান করা হচ্ছে।
  • স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিবন্ধিত কোম্পানির নামের পরিবর্তনের সার্টিফিকেট প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।
  • ই-মর্টগেজ সার্টিফিকেট প্রদান:

    ইলেকট্রনিক মর্টগেজ সার্টিফিকেট

  • একক পদ্ধতিতে কোম্পানি নিবন্ধন:

একক পদ্ধতিতে রেজিস্ট্রেশন (Single Prcess Registration) প্রক্রিয়ায় কোম্পানি/পার্টনারশীপ ফার্ম রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারী প্রস্তাবিত নাম রেজিস্ট্রশনের জন্য অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণValidate the Name অপশনে ক্লিক করলে প্রস্তাবিত নামটি রেজিস্ট্রেশনযোগ্য কিনা তা দেখতে পাবেন। রেজিস্ট্রেশনযোগ্য না হলে Edit অপশনে গিয়ে নাম পরিবর্তন করবেন। অপরদিকে, প্রস্তাবিত নামটি রেজিস্ট্রেশনযোগ্য হলে প্রয়োজনীয় দলিলাদি স্ক্যানপূর্বক আপলোড করবেন। এরপর Submit অপশনে ক্লিক করার পর স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত রশিদের মাধ্যমে নির্ধারিত ফি সরাসরি ব্যাংকে অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ) এর মাধ্যমে জমাদানের পর দাখিলকৃত দলিলাদি সঠিক পাওয়া গেলে কোম্পানি/পার্টনারশীপ ফার্ম রেজিস্ট্রেশন প্রদান করে ইলেকট্রনিক স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, সংঘস্মারক ও সংঘবিধি আবেদনকারীর ই-মেইলে প্রেরণ করা হয়।