Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

সাধারণ জিজ্ঞাসা


১। আরজেএসসি কী?

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) হল বাংলাদেশ সরকারের একমাত্র অফিস যা বাংলাদেশের আইন অনুযায়ী কোম্পানি ও অন্যন্য প্রতিষ্ঠান গঠনের সুবিধা প্রদান করে এবং এর মালিকানা সম্পর্কিত সকল নথিপত্র সংরক্ষণ করে।

নিবন্ধক হলেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধ অফিসের প্রধান কর্মকর্তা।

আরজেএসসি নিন্মউক্ত ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করেঃ

(ক) পাবলিক কোম্পানি

(খ) প্রাইভেট কোম্পানি

(গ) বিদেশি কোম্পানি

(ঘ) ট্রেড অরগানাইজেশন (পেশাদার সংগঠন)

(ঙ) সোসাইটি (সমিতি), এবং

(চ) পার্টনারশিপ ফার্ম (অংশীদারী কারবার)

আরজেএসসি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান করে এবং প্রযোজ্য আইনের বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করে। প্রযোজ্য আইনসমূহ নিন্মরুপঃ

(ক) কোম্পানি ও পেশাদার সংগঠনঃ কোম্পানি আইন, ১৯৯৪ (কোম্পানি আইন, ১৯১৩ এর সংশোধনী)

              (খ) সমিতিঃ সমিতি নিবন্ধন আইন, ১৮৬০

              (গ) অংশীদারী কারবারঃ অংশীদারী কারবার আইন, ১৯৩২।

 

 

২। কেন আরজেএসসি?

  • সংশ্লিষ্ট কোম্পানি আইন ১৯৯৪, সমিতি আইন ১৮৬০ এবং অংশীদারী কারবার আইন ১৯৩২ এর অধীনে কোম্পানি (ব্যবসায় সংস্থাসহ), সোসাইটি ও পার্টনারশিপ ফার্মসমূহের নিবন্ধন করা।
  • অন্তর্ভুক্ত কোম্পানি (বাণিজ্য সংস্থাসহ), সোসাইটি, পার্টনারশিপ ফার্মসমূহকে তদারকি ও প্রসঙ্গিক সংঘবিধি বিধান কার্যকর করা।

 

 

৩। আরজেএসসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী কী?

আরজেএসসি নিন্মউক্ত ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করেঃ

(ক) পাবলিক কোম্পানি

(খ) প্রাইভেট কোম্পানি

(গ) বিদেশি কোম্পানি

(ঘ) ট্রেড অরগানাইজেশন (পেশাদার সংগঠন)

(ঙ) সোসাইটি (সমিতি), এবং

(চ) পার্টনারশিপ ফার্ম (অংশীদারী কারবার)

 

 

৪। প্রত্যেক প্রকার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য আইন বা বিধিসমূহ কী কী?

আরজেএসসি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান করে এবং প্রযোজ্য আইনের বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করে। প্রযোজ্য আইনসমূহ নিন্মরুপঃ

(ক) কোম্পানি ও পেশাদার সংগঠনঃ কোম্পানি আইন, ১৯৯৪ (কোম্পানি আইন, ১৯১৩ এর সংশোধনী)

         (খ) সমিতিঃ সমিতি নিবন্ধন আইন, ১৮৬০

         (গ) অংশীদারী কারবারঃ অংশীদারী কারবার আইন, ১৯৩২।

 

 

৫। নামের ছাড়পত্র কী?

কোন নতুন কোম্পানি (বিদেশি কোম্পানি ব্যতীত), সমিতি অথবা পেশাদার সংগঠনের নিবন্ধনের পূর্বশর্ত হল নামের ছাড়পত্র নেয়া। উদ্যোক্তাগণ নতুন নিবন্ধনের জন্যে নামের ছাড়পত্র নিতে আরজেএসসি বরাবর আবেদন করেন এবং ইতোমধ্য নিবন্ধিত, ছাড়পত্রপ্রাপ্ত বা আবেদনকৃত কোন নামের সাথে মিলে না যায় বা অনুরুপ না হয় এমন শর্ত বিবেচনায় আরজেএসসি প্রস্তাবিত নামসমূহের মধ্য থেকে যেকোনো একটি নামের জন্য ছাড়পত্র প্রদান করে।

 

 

৬। নিবন্ধন কী?

উদ্যোক্তাগণ নিবন্ধনের জন্য আবেদন করেন এবং প্রযোজ্য আইনের শর্ত পূরণ ও নির্ধারিত ফি পাওয়া সাপেক্ষে আরজেএসসি নিবন্ধনপত্র প্রদান করে।

 

 

৭। রিটার্ন ফাইলিং কী?

নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহকে যথাযথ ফরমে ও নির্ধারিত সময়ে রিটার্ন ফাইল করতে হয় এবং আরজেএসসি সেগুলোর অনুমোদন ও তার রেকর্ড সংরক্ষণ করে থাকে। দুই ধরনের রিটার্ন আছে- বার্ষিক রিটার্ন এবং প্রাতিষ্ঠানিক যেকোনো পরিবর্তনের জন্য রিটার্ন।

 

 

৮। প্রত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) প্রদান কী?

কোন প্রতিষ্ঠানের রেকর্ডের প্রত্যায়িত অনুলিপির জন্য যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করতে পারেন। এমন আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি পাওয়া সাপেক্ষে আরজেএসসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অতীত রেকর্ডের প্রত্যায়িত অনুলিপি প্রদান করে থাকে। তবে লাভ ও ক্ষতির হিসাব শুধুমাত্র ঐ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তির কাছেই প্রকাশ করা হয়।

 

 

৯। উইন্ডিং আপ কী?

যদি কোনো প্রতিষ্ঠান স্বেচ্ছায় অথবা আদালতের আদেশ বা প্রতিষ্ঠানের স্মারক অনুসারে নিবন্ধন বাতিল করতে চায় এবং এই সংক্রান্ত সকল নথিপত্রসহ আবেদন করে তখন আরজেএসসি উইন্ডিং আপ প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল করে।

 

 

১০। স্ট্রাক অফ কী?

যদি কোন প্রতিষ্ঠান আর চলমান না থাকে তবে আরজেএসসি সেটির নামের নিবন্ধন বাতিল করে দেয়।

 

 

১১। কীভাবে আবেদন/রিটার্ন পাঠাতে হবে?

আরজেএসসি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা (ই-সার্ভিস সিস্টেম) অনলাইনে আবেদন/রিটার্নের সুবিধা প্রধান করে। গ্রাহকগণ শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে আবেদন/রিটার্ন পাঠাতে পারবেন।

 

 

১২। নামের ছাড়পত্রের জন্যে কী ডকুমেন্ট পাঠাতে হয়?

  • নামের ছাড়পত্র আবেদন

 

 

১৩। নিবন্ধন আবেদনের সাথে কী কী ডকুমেন্ট পাঠাতে হয়?

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

ক) মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব এসোসিয়েশন এর মূল কপি ও অতিরিক্ত দুই কপি,

খ) ফরম I পূরণ- কোম্পানি নিবন্ধনের ঘোষণা [অনুচ্ছেদ ২৫],

গ) ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তাতে কোনো পরিবর্তনের তথ্য [অনুচ্ছেদ  ৭৭],

ঘ) ফরম IX পূরণ- পরিচালকের কর্ম সম্মতিপত্র [অনুচ্ছেদ ৯২],

ঙ) ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২],

চ) ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫],

ছ) নামের ছাড়পত্র,

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

ক) মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব এসোসিয়েশন এর মূল কপি ও অতিরিক্ত দুই কপি,

খ) ফরম I পূরণ- কোম্পানি নিবন্ধনের ঘোষণা [অনুচ্ছেদ ২৫],

গ) ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তাতে কোনো পরিবর্তনের তথ্য [অনুচ্ছেদ  ৭৭],

ঘ) ফরম IX পূরণ- পরিচালকের কর্ম সম্মতিপত্র [অনুচ্ছেদ ৯২],

ঙ) ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২],

চ) ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫],

ছ) ফরম XIV পূরণ- বিবরনপত্রের পরিবর্তে কোম্পানির বিবৃতি ফাইলিং এর ক্ষেত্রে ব্যবসা আরম্ভের ঘোষণাপত্র,

জ) ফরম XI পূরণ- প্রস্তাবিত কোম্পানির যোগ্যতা শেয়ার গ্রহণের চুক্তিপত্র,
ঝ) নামের ছাড়পত্র।

বিদেশি কোম্পানী (কোম্পানী আইন, ১৯৯৪ অনুযায়ী)-

ক) ফরম XXXVI পূরণ- সনদ বা সংঘবিধি বা মেমোরেন্ডাম এবং কোম্পানির আর্টিকেল অথবা কোম্পানির সংবিধান গঠনকারী বা সংজ্ঞায়নকারী কোনো দলিল,

খ) ফরম XXXVII  পূরণ- কোম্পানির নিবন্ধিত বা প্রধান অফিসের ঠিকানা,

গ) ফরম XXXVIII পূরণ - পরিচালক এবং ব্যবস্থাপকদের (ম্যানাজার) এর তালিকা [অনুচ্ছেদ ৩৭৯],

ঘ) ফরম XXXIV পূরণ- সেবা গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির রিটার্ন,

ঙ) ফরম XLII পূরণ- বাংলাদেশে কার্যক্রমের প্রধান স্থানের অবস্থান বা তাতে কোন পরিবর্তন,

চ) কোন তফসিলি ব্যাংক থেকে মুদ্রা নগদীকরণ (ইনক্যাশমেন্ট) সার্টিফিকেট,

ছ) বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র।

ট্রেড অরগানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)-

 

ক) মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব এসোসিয়েশন এর মূল কপি ও অতিরিক্ত দুই কপি,

 

খ) ফরম I পূরণ- কোম্পানি নিবন্ধনের ঘোষণা,

গ) ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তাতে কোনো পরিবর্তনের তথ্য [অনুচ্ছেদ  ৭৭],

ঘ) ফরম IX পূরণ- পরিচালকের কর্ম সম্মতিপত্র [অনুচ্ছেদ ৯২],

ঙ) ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২],

চ) ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫],

ছ) সরকারি লাইসেন্স (বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রেড লাইসেন্স),

জ) নামের ছাড়পত্র।

সোসাইটি (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)-

 ক) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন,

 খ) নামের ছাড়পত্র।

পার্টনারশীপ ফার্ম (পার্টনারশীপ আইন, ১৯৩২ অনুযায়ী)-

 ক) ফরম I পূরণ- ফার্মের নিবন্ধন সংক্রান্ত বিবৃতি (স্ট্যাটমেন্ট),

 খ) অংশীদারিত্বের চুক্তিপত্র।

 

 

১৪। বার্ষিক রিটার্নের জন্যে কী কী ডকুমেন্ট পাঠাতে হয়?

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. শিডিউল X- শেয়ার মূলধনের বার্ষিক সারসংক্ষেপ, শেয়ারহোল্ডার ও পরিচালকদের তালিকা। বার্ষিক সাধারণ সভার ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৩৬],
  2. ব্যালেন্স শীট- বার্ষিক সাধারণ সভার (AGM) ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে,
  3. লাভ ও ক্ষতি হিসাব- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে,
  4. ফরম ২৩বি (নিরীক্ষকের মাধ্যমে)- কোম্পানি থেকে নিয়োগের তথ্য পাওয়ার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ২১০(২)]।

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. শিডিউল X- শেয়ার মূলধনের বার্ষিক সারসংক্ষেপ, শেয়ারহোল্ডার ও পরিচালকদের তালিকা। বার্ষিক সাধারণ সভার ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৩৬]।
  2. ব্যালেন্স শীট- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
  3. লাভ ও ক্ষতি হিসাব- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
  4. ফরম ২৩বি (নিরীক্ষকের মাধ্যমে)- কোম্পানি থেকে নিয়োগের তথ্য পাওয়ার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ২১০(২)]।
  5. ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।
  6. ফরম XII পূরণ- পরিচালক, ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্টদের বিবরণ এবং তাতে যেকোন ধরনের পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।

বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. ব্যালেন্স শীট।
  2. লাভ-ক্ষতির হিসাব বা আয়-ব্যায়ের হিসাব (যদি লাভের জন্য কারবার করা না হয়)।

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।
  2. ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের বিবরণ এবং তাতে কোন পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।
  3. ব্যালেন্স শীট- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
  4. আয় ও ব্যায় হিসাব- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।

সোসাইটি (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

  1. ব্যবস্থাপনা পর্ষদের বার্ষিক তালিকা। বার্ষিক সাধারণ সভার ১৪ দিনের মধ্যে অথবা জানুয়রী মাসের মধ্যে (যদি সাধারণ সভার নিয়ম না থাকে) জমা দিতে হবে।

 

 

১৫। পরিবর্তনের জন্য রিটার্নের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট পাঠাতে হয়?

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. ফরম III পূরণ- একত্রীকরণ, বিভাজন, উপবিভাজন বা শেয়ার স্টকে রুপান্তর করন নোটিশ। একত্রীকরণ বা বিভাজনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৩ ও ৫৪]।
  2. ফরম IV পূরণ- শেয়ার মূলধন বৃদ্ধির নোটিশ। শেয়ার মূলধন/সদস্য বৃদ্ধির ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৬]।
  3. ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার পরিবর্তন নোটিশ। প্রতিষ্ঠা বা পরিবর্তনের ২৮ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৭৭]।
  4. ফরম VIII পূরণ- নাম পরিবর্তন, পাবলিক কোম্পানিতে রূপান্তর, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর পরিবর্তন ও আর্টিকেল অব এসোসিয়েশন এর পরিবর্তনের লক্ষে বিশেষ (Special/Extraordinary) রেজুলিউশন সভার ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৮৮(১)]।
  5. ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।
  6. ফরম XII পূরণ- পরিচালক, ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্টদের বিবরণ এবং যেকোন পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।
  7. ফরম XV পূরণ – বরাদ্দের ফাইলিং: বরাদ্দের ৬০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫১]।
  8. ফরম XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।
  9. ফরম XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তন সংক্রান্ত বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টি ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।
  10. ফরম XXVIII পূরণ- বন্ধক বা চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।
  11. ফরম ১১৭ পূরণ- শেয়ার হস্তান্তরের দলিল।
  12. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. ফরম III পূরণ- একত্রীকরণ, বিভাজন, উপবিভাজন বা শেয়ার স্টকে রুপান্তর করন নোটিশ। একত্রীকরণ বা বিভাজনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৩ ও ৫৪]
  2. ফরম IV পূরণ- শেয়ার মূলধন বৃদ্ধির নোটিশ। শেয়ার মূলধন/সদস্য বৃদ্ধির ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৬]।
  3. ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার পরিবর্তন নোটিশ। প্রতিষ্ঠা বা পরিবর্তনের ২৮ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৭৭]।
  4. ফরম VII পূরণ- সঙ্ঘবিধি রিপোর্ট। সদস্যদেরকে সঙ্ঘবিধি  রিপোর্ট পাঠানোর পর সভার সর্বোচ্চ ২১ দিন আগে জমা দিতে হবে[অনুচ্ছেদ ৮৩]।
  5. ফরম VIII পূরণ- নাম পরিবর্তন, পাবলিক কোম্পানিতে রূপান্তর, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর পরিবর্তন ও আর্টিকেল অব এসোসিয়েশন এর পরিবর্তনের লক্ষে বিশেষ রেজুলিউশন সভার ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৮৮(১)]।
  6. ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।
  7. ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের বিবরণ এবং কোন ধরনের পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।
  8. ফরম XV পূরণ – বরাদ্দের ফাইলিং: বরাদ্দের ৬০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫১]।
  9. ফরম XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।
  10. ফরম XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তন সংক্রান্ত বিবরণ। বন্ধক বা চার্জ পরিবর্তনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।
  11. ফরম XXVIII পূরণ- বন্ধক বা চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।
  12. ফরম ১১৭ পূরণ- শেয়ার হস্তান্তরের দলিল।
  13. শেয়ার ইস্যুর বিবরণপত্র (প্রসপেক্টাস)- প্রথম শেয়ার বরাদ্দের অন্তত ৩ দিন আগে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৪১]।
  14. প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রুপান্তরের বিবরণপত্র (প্রসপেক্টাস) [অনুচ্ছেদ ২৩১]।
  15. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. ফরম XL পূরণ- চার্টার পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ ২৭৭]।
  2. ফর্ম XLI পূরণ- কোম্পানি নিবন্ধিত বা প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ ২৭৭]।
  3. ফর্ম XLII পূরণ- বাংলাদেশে প্রধান ব্যবসা স্থান বা তার কোনো পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ ৩৭৯(I)]।
  4. ফর্ম XXXVIII পূরণ- পরিচালক ও ব্যাবস্থাপকদের তালিকা [অনুচ্ছেদ ৩৭৯]।
  5. ফর্ম XXXIX পূরণ- সেবা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির রিটার্ন।
  6. ফরম XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।
  7. ফরম XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তনের বিবরণ। বন্ধক বা চার্জের পরিবর্তনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।
  8. ফরম XXVIII পূরণ- বন্ধক ও চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।
  9. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

  1. ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার কোনো পরিবর্তনের নোটিশ। প্রতিষ্ঠা বা পরিবর্তনের ২৮ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৭৭]।
  2. ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।
  3. ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের বিবরণ এবং তাতে কোন পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।
  4. ফরম XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।
  5. ফরম XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তনের বিবরণ। বন্ধক বা চার্জ পরিবর্তনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।
  6. ফরম XXVIII পূরণ- বন্ধক ও চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।
  7. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

সোসাইটি (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

  1. ঠিকানা পরিবর্তনের ফাইলিং।
  2. নাম পরিবর্তনের ফাইলিং।
  3. মেমোরেন্ডাম অব এসোসিয়েশনের মূলকপির ডিজাটাল অনুলিপি।

অংশীদারী কারবার (অংশীদারী আইন, ১৯৩২ অনুযায়ী)

  1. ফরম II পূরণ- ফার্মের নামের পরিবর্তন বা প্রধান ব্যবসা স্থানের পরিবর্তনের নোটিশ।
  2. ফরম V পূরণ- ফার্মের সংবিধানের কোনো পরিবর্তনের রেকর্ড করানো [অনুচ্ছেদ ৬৩ ও ধারা ৪(৬)]।
  3. ফরম VI পূরণ- পার্টনারশিপ ফার্ম বন্ধ করে দেয়ার বিষয়ে অবহিত করন নোটিশ [অনুচ্ছেদ ৬৩(১) ও ধারা(৬)]।

 

১৬। নামের ছাড়পত্রের জন্য ফি কত?

  • কোম্পানির (প্রাইভেট বা পাবলিক) জন্যেঃ প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ৬০০ টাকা।
  • অংশীদারী কারবারের জন্যেঃ প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ২০০ টাকা।
  • সমিতির জন্যেঃ প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ১০০০ টাকা।
  • পেশাদার সংগঠনের জন্যেঃ প্রস্তাবিত প্রতিটি নামের জন্য ৬০০ টাকা।

 

 

১৭। নিবন্ধনের জন্যে ফি কত?

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ফি নিচে দেয়া হল-

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

ষ্ট্যাম্প ফি-

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য = ৫০০ টাকা।

অনুমোদিত মূলধন (টাকা)                                                   ষ্ট্যাম্প ফি(টাকা)

১০,০০,০০০ পর্যন্ত                                                                       ২,০০০

১০,০০,০০০ এর অধিক থেকে ৩,০০,০০,০০০ পর্যন্ত                          ৪,০০০

৩,০০,০০,০০০ এর অধিক                                                          ১০,০০০

 

আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য =

নিবন্ধন ফি

  1. ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ২০০ টাকা= ১২০০ টাকা।
  2. অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য- 

অনুমোদিত মূলধন (টাকা)                                                      ষ্ট্যাম্প ফি (টাকা)

২০,০০০ পর্যন্ত                                                                                          ৩৬০

 

২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত

প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত                                               ১৮০

 

৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত

প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত                                                 ৪৫

 

১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত

প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত                                                ২৪

                                                                                                       

৫০,০০,০০০ এর অধিক প্রতি ১০,০০০ বা

এর অংশের জন্য অতিরিক্ত                                                                        ৪৫

 

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

 ষ্ট্যাম্প ফি-

  1. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ৫০০ টাকা।
  2. আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন=

অনুমোদিত মূলধন (টাকা)                                               ষ্ট্যাম্প ফি (টাকা)

১০,০০,০০০ পর্যন্ত                                                                            ২,০০০

১০,০০,০০০ থেকে ৩,০০,০০,০০০ পর্যন্ত                                           ৪,০০০

৩,০০,০০,০০০ এর অধিক                                                               ১০,০০০

    নিবন্ধন ফি-

  1. ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ২০০ টাকা করে মোট ১৬০০ বা ১৮০০ টাকা।
  2. অনুমোদিত মূলধনের জন্য-

অনুমোদিত মূলধন (টাকা)                                                            ষ্ট্যাম্প ফি (টাকা)

২০,০০০ পর্যন্ত                                                                                                ৩৬০

 

২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত

প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত                                                         ১৮০

 

৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত

প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত                                                           ৪৫

 

১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত

প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত                                                           ২৪

                                                                                                      

 

৫০,০০০০০ এর অধিক প্রতি ১০,০০০ বা

এর অংশের জন্য অতিরিক্ত                                                                                  ৪৫

       

 
বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
  1. ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ২০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ২০০ টাকা করে)= ১২০০ টাকা।

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

 ষ্ট্যাম্প ফি-

  1. আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন= ১৫০০ টাকা।

 নিবন্ধন ফি-

  1. ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ২০০ টাকা)= ১২০০ টাকা।
  2. সংস্থার সদস্য সংখ্যার জন্য-

২০ জন পর্যন্ত                                                                         ৬০০ টাকা

২০ থেকে ১০০ জন পর্যন্ত                                                      ১৫০০ টাকা

১০০ জনের অধিক প্রতি ১০০

জন বা এর এর অংশের জন্য                                                   ১৫০ টাকা

অসীম সংখ্যক সদস্য                                                           ৪৫০০ টাকা

সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)-

  1. নিবন্ধন ফি= ২৫০ টাকা।
  2. নিবন্ধন ফাইলিং ফি= ০.০ টাকা।

পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)-

  1. নিবন্ধন ফি= ১১০ টাকা।

 

 

১৮। রিটার্ন ফাইলিং এর জন্যে ফি কত?

রিটার্ন ফাইলিং এর জন্যে প্রয়োজনীয় ফি নিচে দেয়া হল-

প্রাইভেট ও পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

ক) রিটার্ন ফাইলিং

  1. নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা।
  2. বিলম্ব ফি নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিন ২ টাকা (প্রতি ডকুমেন্টে ১০০০ টাকার বেশি না)।

খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-

জামানতের পরিমাণ (টাকা)                                                           ফি (টাকা)

৫,০০,০০০ পর্যন্ত                                                                                      ১৫০

 

৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত

প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত                                       ১২০

 

৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০

বা তার অংশের জন্য অতিরিক্ত                                                                   ৬০

  

বিদেশি কোম্পানি

ক) রিটার্ন ফাইলিং

  1.  নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা।
  2. বিলম্ব ফি নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিন ২ টাকা করে (প্রতি ডকুমেন্টে ১০০০ টাকার বেশি না)।

খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-

জামানতের পরিমাণ (টাকা)                                                  ফি (টাকা)

৫,০০,০০০ পর্যন্ত                                                                          ১৫০

 

   ৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত

   প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত