যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের বিদ্যমান ডিজিটাল সেবার মাধ্যমে দ্রুততম সময়ে গ্রাহকসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অনলাইনে নিবন্ধিত/রেকর্ডকৃত রেকর্ড/দলিলাদির স্বয়ংক্রিয় সার্টিফাইড কপি প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে নিম্নেবর্ণিত সার্টিফাইড কপি স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের ই-মেইলে প্রেরণ করা হচ্ছেঃ
Online-এ দাখিলকৃত এবং রেকর্ডকৃত উপরে বর্ণিত দলিলপত্র/রেকর্ডাদির স্বয়ংক্রিয় সার্টিফাইড কপির জন্য গ্রাহকগণকে www.roc.gov.bd এ প্রবেশ করে “আরজেএসসি ই-সেবা” অপশনে ক্লিক করতে হবে। অতঃপর Apply for certified copy অপশনে ক্লিক করে গ্রাহককে তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। এ পর্যায়ে নির্ধারিত ফরম পূরণ করে স্বয়ংক্রিয় সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ফি প্রদান করে গ্রাহক তার ই-মেইলে কাংখিত সার্টিফাইড কপি স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত হবেন।