Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৪

নিবন্ধক

 

 

মোঃ মিজানুর রহমান এনডিসি

নিবন্ধক (অতিরিক্ত সচিব)

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর

ফোনঃ +৮৮০২৫৫০১৩৫২৩ (অফিস)

ই-মেইলঃ registrar@roc.gov.bd

 

জনাব মোঃ মিজানুর রহমান এনডিসি গত ১৪ জানুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হিসেবে যোগদান করেন। এ পরিদপ্তরে যোগদানের পূর্বে ১৪ জুলাই ২০২২ খ্রিঃ হতে ১১ জানুয়ারী ২০২৪ খ্রিঃ পর্যন্ত সময়ে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ত্রিশাল, ময়মনসিংহ, সিনিয়র সহকারী সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ভুমি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট হিসাবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।

 

জনাব মোঃ মিজানুর রহমান এনডিসি অস্ট্রেলিয়া সরকারের AusAID Scholarship নিয়ে The University of Melbourne, Australia থেকে Master in Public Policy and Management ডিগ্রী অর্জন করেছেন। এছাড়া তিনি Master in Economics ও Master in Governance Studies ডিগ্রী অর্জনসহ National Defence College থেকে National Defence Course (NDC) সফলতার সাথে সম্পন্ন করেছেন।

 

জনাব মোঃ মিজানুর রহমান এনডিসি ঝালকাঠী জেলার দিবাকরকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ০১ (এক) কন্যা ও ০১ (এক) পুত্র সন্তানের জনক।