Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২৩

স্বয়ংক্রিয় পদ্ধতিতে সার্টিফাইড কপি প্রদান করা হচ্ছে...


প্রকাশন তারিখ : 2023-05-24

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের বিদ্যমান ডিজিটাল সেবার মাধ্যমে দ্রুততম সময়ে গ্রাহকসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অনলাইনে নিবন্ধিত/রেকর্ডকৃত রেকর্ড/দলিলাদির স্বয়ংক্রিয় সার্টিফাইড কপি প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে নিম্নেবর্ণিত সার্টিফাইড কপি স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের ই-মেইলে প্রেরণ করা হচ্ছেঃ

 

  1. বার্ষিক মূলধনের বিবরণী (শিডিউল-১০)
  2. শেয়ার বরাদ্দের তালিকা (ফরম-১৫)
  3. অনুমোদিত শেয়ার মূলধন বৃদ্ধির তালিকা (ফরম-৪)
  4. রেজিস্টার্ড অফিস পরিবর্তন (ফরম-৬)
  5. পরিচালকের তালিকা (ফরম-১২)
  6. নিবন্ধিকৃত সংঘস্মারক ও সংঘবিধি
  7. সংশোধিত সংঘস্মারক (Digitally Available)
  8. সংশোধিত সংঘবিধি (Digitally Available)
  9. কোম্পানি, সোসাইটি, পার্টনারশিপ ফার্ম, টি.ও. এর নিবন্ধন সার্টিফিকেট
  10. বিদেশী কোম্পানির ফাইলিং সার্টিফিকেট
  11. নাম পরিবর্তনের সার্টিফিকেট

 

            Online-এ দাখিলকৃত এবং রেকর্ডকৃত উপরে বর্ণিত দলিলপত্র/রেকর্ডাদির স্বয়ংক্রিয় সার্টিফাইড কপির জন্য গ্রাহকগণকে www.roc.gov.bd এ প্রবেশ করে “আরজেএসসি ই-সেবা” অপশনে ক্লিক করতে হবে। অতঃপর Apply for certified copy অপশনে ক্লিক করে গ্রাহককে তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। এ পর্যায়ে নির্ধারিত ফরম পূরণ করে স্বয়ংক্রিয় সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ফি প্রদান করে গ্রাহক তার ই-মেইলে কাংখিত সার্টিফাইড কপি স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত হবেন।